ট্রায়োলেট
আগুনে দেবো না ঝাপ আত্মাকে শাসাই
তবু বারে বারে মনে তোর কথা জাগে
মায়ামৃগ চোখে তোর নিজেকে ভাসাই
আগুনে দেবো না ঝাপ আত্মাকে শাসাই
এ জীবনে কাছে পাবো কোনো আশা নাই
তবু তোর বিচরণ এই মনোবাগে
আগুনে দেবো না ঝাপ আত্মাকে শাসাই
তবু বারে বারে মনে তোর কথা জাগে।
১৩-০১-২০২২