করোনার ভয়ে গৃহাবদ্ধ জীবন ক্রমশ
জমে হয়ে যাচ্ছে নিশ্চল প্রবাল
পায়ের তলায় মৃত্যু, হাতে হাতে মৃত্যু,
ঠোঁটে ঠোঁটে মৃত্যু, বিষাক্ত বাতাসে
ফুসফুস ভর্তি মৃত্যুর আগুন, ভেতরে ভীতির
বিষণ্ণ নগর, মানুষ দেখে চমকে ওঠি,
দৌড়ে পালাই, ঘরের খিল লাগাই
আলো থেকে, ভালো থেকে দূরে সরে যাই
মাইক্রোস্কোপের নিচে স্লাইডে সজ্জিত অণুজীব, মজ্জায় শোকাচ্ছন্ন ধবল জ্যোতি,
ফুল পাখি ঘাস প্রজাপতি
চন্দ্রভূক, অমাবস্যা, যমের ঠোঁটে জমাট রক্তপান
কত আর সয় -ক্রমশ ফুরিয়ে আসা পৃথিবীর আয়ু
মনুষ্য অত্যাচারে অতিষ্ঠ জবুথবু নিসর্গ জরায়ু!
মানুষই নিজ হাতে পেতে নিয়েছে অন্তিম অগ্নিশয্যা
জীবনের উৎসব ভুলে শবের মিছিল, কী লজ্জা! কী লজ্জা!
ব্যথা জর্জর পৃথিবী আজ আঘাতের চিহ্ন বুকে ঘুমে অচেতন
ঝিনুকে সেচা জলের মৃদু সঞ্চালন কি শোনাতে পারে উত্তাল সমুদ্রের গর্জন?
০৫-০৪-২০২০