যখন উদ্যত শকুন দেশের শান্তি বিনষ্টে তখন
বিত্তের অভাবে চিত্তে ক্লান্তি নেমেছে মধ্যবিত্তের
নিম্নবিত্তের, কেরানির - যারা সংখ্যায় অধিক।
নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধির কিছুই
করতে পারে না সিদ্ধিদাতা গণেশ: ধনধনেশ-
গিলছে মাছের মতো মানুষের আত্মা। প্রেতাত্মার
অবাধ বিচরণের উর্বর জমিন যেন এই
বাংলাদেশ। বিশেষ ইঙ্গিতে কোথা দিয়ে
চলে যায় সহায়-সম্পদ দেশের বাইরে। বৃত্তান্ত দৈনিক
কাগজের পাতায়, ইথারে ইথারে বিস্তার
বেগম পাড়ার মুখরোচক গল্পের পল্লবিত
শাখা-প্রশাখা ইলেক্ট্রনিক মিডিয়ার রঙিন পর্দায়।
দুর্নীতির কালো ঘোড়া দাবড়ায় দাপটের সাথে।
হাতে মেহেদির রঙ মুছে দেয় কামুক ধর্ষক;
নির্বাক দর্শক নবোঢ়ার সুবোধ সোয়ামি।
সর্বত্র শক্তির মহড়া; মুক্তির মিছিলে রক্তের
বন্যা। অনন্যার তকমায় তৃপ্তির ঢেকুর তুলে
দশরথি বেঘোরে ঘুমায় মৌনমুখর কৈলাশে।
চরম সাহসে জালিমের টুটি চেপে ধরা হাতে
আজ সম্পদের প্রেমাস্পদ কারুকাজ। বুকে-
করোনার বিষাক্ত ছোবল। শ্বাসকষ্টে ভোগা-
ফুসফুস হতে ফুঁয়ের অভাবে বাজে না এখন
মোহন সুরের অর্ফিয়াসের বাঁশরী।
বউ-শাশুড়ি ঝগড়া মগড়ার বিনষ্ট জলের মতো
প্রবাহিত দেশের শিরায়। আর আমরা আকাশে
চোখ তুলে চেয়ে আছি; কাবার মিম্বর থেকে
নেমে আসবে শান্তির দেবদূত। আমাদের-
প্রত্যাশা কতই মনোরম এবং অদ্ভূত!
২৯-১১-২০২১