কোরানের নূরে
৩৭
কোরানের
সুললিত
বাণী পড়ে
হয়ে যাই বিমোহিত
মানুষ ও
পৃথিবীর
সৃজনের
ইতিহাস সুলিখিত!
মহাকাশে
আছে যাহা
মানুষের
ধারণার সীমা ছাড়া
বিজ্ঞানের
বিগবেঙ
ব্ল্যাকহোল
প্রমাণও আছে খাড়া।
মানবের
ভ্রুণতত্ত্ব
সাগরের
গভীরত্ব গূঢ় ভেদ
সুনিপুণ
বর্ণনায়
রহস্যের
জালগুলো করে ছেদ!
পরিপাটি
নিসর্গের
চলাচলে
সুশৃঙ্খল প্রবিধান
মানুষের
জীবনের
চালনায়
পরিপূর্ণ সংবিধান।
দুনিয়ার
কোনো কিছু
বাদ নেই
বলা এই কুর-আনে
ইহকাল
পরকাল
শান্তিময়
হবে যদি কেহ মানে।
আদেশ ও
নিষেধের
সীমারেখা
টানা আছে তার গায়
যারা মানে
তারা শুধু
অবিরাম
বিধাতার বর পায়।
কোরানের
মালিকের
কাছে যাছি
ওগো প্রভু দয়াময়
কোরানের
নূরে করো
পাপাত্মার
হৃদবাড়ি আলোময়।
দোযখের
আযাবের
ভয়ে মন
কেঁপে ওঠে থরোথর
পাপে তাপে
ভরে গেছে
নড়বড়ে
ইমানের সরোবর!
সুপথের
দিশা দাও
মুছে পাপ
ইয়া মাবুদ রাব্বানা
লিখে দাও
অধমেরে
চিরস্থায়ী
জান্নাতের মালিকানা।
০৪-১০-২০২০