প্রথম দেখার দিনটি ছিলো হাড় কাঁপানো পয়লা মাঘ
তাইতো এলো এই জীবনে পরের মাসেই রঙের ফাগ
এক পলকের চোখাচোখি
আর জনমের চখাচখি
তোমার ঠোঁটে ওঠলো ভেসে বনপলাশের অনুরাগ!
২৭-১২-২০১৯