সুরের সাধক দূরের আকাশে হয়ে গেলো আজ তারা
এমনি করেই দীপ জ্বেলে যায় বুঝি অমর আত্মারা
শরীর তাহার মিশেছে ধুলায় কণ্ঠ মিশেছে ইথারে
বিশ্ববাসীর হৃদয়ে মিশেছে লতাজির  সুরের ধারা।
০৬-০২-২০২২