পথচলা ভুলে গেছে বুকে বহমান নদী
সবখানে তার এখন বিরস বালুচর।
স্বামীহারা রমণীর মুছে ফেলা সিঁদুরের
সুষমা হারানো কপালের মতো অঙ্গ;
সুষমাহীন লবণগন্ধা মাটির শরীর এখন
প্রতিটি শ্বাসের সাথে উথলায় ক্রন্দন তরঙ্গ।
মেঘহীন চোখের উপকূলে ঝরে না বৃষ্টি এখন তেমন আর
জলের প্লাবন নেই, আছে কেবল বঞ্চনার জোয়ার।

মৃত মোহনায় পড়ে আছি, রক্তে বয়সের ভাটি
শোভন ব্যথারা এখানে গড়ে খেলাঘর পরিপাটি
পড়ন্ত বিকেলে চিলের ডানায় গোধূলির রঙ মেখে যদি কেউ
এখানে হৃদয়তটে উষ্ণ অশ্রু ঢেলে তুলে জীবনের ঢেউ
অঘ্রাণের জোছনায় শুয়ে থাকা জলহীন মাঠে
জলকল্লোলে না হোক, মন ভরাতে সচেষ্ট হবো
আমার আদিরস কবিতা পাঠে।
৩০-০১-২০২১