লাল শাড়ি লাল চুড়ি পরিহিতা লীলাবতী রঙিলা রমণী
তোমার ছোঁয়ায় নাচে ললিত নিকুঞ্জ রক্তের ধমনী

লিলুয়া আবেগে কম্পিত অশোক রঙিন অধর
চুমুকে চমকে জেগে ওঠে ঐন্দ্রজালিক অদ্ভুত নিয়ন নগর

ঠোঁটে ঠোঁট চোখে চোখ আঙ্গুলে আঙ্গুল
প্রেমাপ্লুত হৃদয়ে প্রোটন কণার অস্থির হুলস্থুল

কামনার আগুনে তাতানো তৃষ্ণা মেটে না মেটে না
হিম হিম রাতে হাত রাখো হাতে লিলুয়া ললনা

কুয়াশাকাব্যের নির্জন প্রহরে তোমাকেই চাই
লিলুয়া আবেগে দহিত দেহের ভেতর দিলাম
তোমায় অক্ষরবৃত্তের অনন্তকালের ঠাঁই...
০৪-০১-২০২০