এক অদ্ভুত দানব এসেছে এ দেশে- খেতে চায় খামারের ধান;
লোডশেডিংয়ের অন্ধকারে খেতে চায় ভালোবাসার উদ্যান।

নিঃসঙ্গতার প্ররোচনায়, বুকের ভেতরে জেগে ওঠে শোক;
মুখোমুখি বসে থাকে আমাদের, কথাহীন জলভার চোখ।

বিষণ্নতার কামড়ে ছিন্নভিন্ন হয়ে গেছে, আকাঙ্ক্ষার সুকোমল ঘাড়;
ভালোবাসা স্পর্শের আগেই ঝুরঝুর, নেমে আসে রাতের আঁধার।

খরা ও করোনার দুঃসহ কালে তবু মাখি গায়ে গোধূলির রঙের পরাগ;
ধমনিতে পুষি শোণিতে আগুন জ্বালানো, সুরের সেই তানসেন রাগ।

যদি নতজানু না হই, নিজেকে যদি না ভাবি কাহারো দাস;
আমরাও হতে পারি এই অযাচিত দানব বধের ইতিহাস।

কথাহীন চোখে আজ কথা হোক, শৃঙ্খল ভাঙ্গুক প্রতিবাদী হাতে;
শিলার শরীরে যেমন ভাঙন লাগে দুর্নিবার জলের আঘাতে।
২৭-০৭-২০২২