(একুশ শব্দে তবক দেয়া স্তবক)

আমার শরীর দ্বিখণ্ডিত করে
কষ্টের করাত
অথচ নিমগ্ন তুমি ভাবলেশহীন নিশিথের-
নিদ্রার নদীতে
হৃদয়ে রক্তক্ষরণ দেখে নদী ও নিসর্গ
করে অশ্রুপাত।

কী বেকুব আমি! এখনও ভাবনায়
তুমি ছাড়া কেহ নাই
উপেক্ষার যন্ত্রণা পকেটে রেখে
এখনও তোমাকেই সুখি করতে নিজের-
সুখ বেচে যাই।
০৬-১০-২০২১