ট্রায়োলেট

ঘুচে যাক, ঘুচে যাক অন্ধকার সব
করতলে থাক প্রেম অসীম আদর
হৃদয়ের চারিধারে সুখ অনুভব
ঘুচে যাক, ঘুচে যাক অন্ধকার সব
দূর হোক কষ্টের দুরন্ত কলরব
চেতনার চিলেকোঠায় সুখের চাদর
ঘুচে যাক, ঘুচে যাক অন্ধকার সব
করতলে থাক প্রেম অসীম আদর।
২৯-১২-২০২১