প্রতি ফাল্গুনেই মনে পড়ে
উতল হাওয়ায় মাতাল হলে মন
অনামিকা,
তোমাকেই বড় বেশি প্রয়োজন।

ফাগুনের রঙ ভীষণ পোড়ায়
ফাগুন এলেই ফোটে কলির চোখ
কচি ধানের শিষের মতো দুলে
তোমার মতো কেউ বলে না আর
এইতো আমার
ভালোবাসা- সবচে’ আপন লোক।

তোমার মতো কেউ বলে না
পেচিয়ে গলায় ময়ূরলতা হাত
ওগো আমার ব্যাকুল ভ্রমর
যাওনা থেকে পাশে
আরো একটি সর্বনাশের রাত।

একলা চলার পথে
চৈত্রদিনের প্রখর রোদে যখন পুড়ি খুব
তোমার শরীর সরোবরে
ইচ্ছে করে
শীতল হতে টুপ করে দিই হাঁসের মতো ডুব।
১৫-০২-২০২২