(একুশ শব্দে তবক দেয়া স্তবক)
টাকা নেই; তাই ছাপাতে পারি না কবিতার বই
মাথার ভেতরে কেমন অদ্ভুত ব্যথাদের গমগম
খাতার ওপরে চলে আরশোলা-ইঁদুরের অবাধ সঙ্গম।
নিঃসঙ্গতার গভীর অন্ধকারে ডুবে কেবলই ভাবি
তাহলে কি জন্মাবে না কোনোদিনই এই ভালোবাসার-
ভাবশিশু; পাবে না কবিতা কোনোকালে তার বিমুক্তির চাবি?
ভাবনার করিডোর জুড়ে অনিশ্চয়তার অন্ধকার
গাঢ় হয়ে আসে; আসে মৃতচোখ নক্ষত্রের রাত
"বাঁচাও" বলে তেরতালির জামা ধরে টানে কবিতার শীর্ণ হাত।
০৮-১০-২০২১