যখন কাকের ডানার মতোন অন্ধকার সন্ধ্যা নামে
নির্জন নিসর্গে ফোটে বকসাদা জোছনার ফুল;
ঠিন তখন খাঁচায় বন্দি পাখির মতোন ডানা ঝাপটায়
বুকের ভেতরে একঝাঁক স্মৃতির তিতির।
অন্তরের বিস্তৃত প্রান্তরে অঙ্কুরিত হয় কমনীয় কাশফুল প্রেম
শিশিরের ঘুঙুরে ঝংকৃত ভোরের মতোন;
রোদের নূপুরে মন্দ্রিত হলুদ দুপুরের মতোন মন্দ্রিত হয়
ভাবনার বেলকনি; বেলফুল স্নিগ্ধতায়। সুখের মজ্জায়-
নিমজ্জিত হৃদয় নগরে জ্বলে ওঠে অজস্র আগর।
আকাঙ্ক্ষার অসীম আকাশে উড়ে রূপকথার হিরামন
ভেতরে ব্যথার অথই নদীতে অক্ষরের আলোড়ন কাঁপায় এ বুক
দৃষ্টির দিগন্তে সৃষ্টি হয় কবিতার কুসুমিত কাশবন।
২৪-০৯-২০২২