কবিতার বুকে, ক্রুজ মিসাইল, ভেতরে বাহিরে পোড়া গন্ধ;
তবু খুঁজি আমি, অনুপ্রিয়া রূপে, যাকে খুঁজেছিলো জীবনানন্দ।
বনলতা সেন, পেরেছিলো কিনা, সত্যি শান্তি দিতে তারে;
জানা নেই তবু, খুঁজছি শান্তি, ঘনঘোর অন্ধকারে।
শিশুদের লাগি, বাসযোগ্য পৃথিবী গড়া সুকান্তের অঙ্গীকার;
রাখতে পারিনি, বরং করেছি পুড়িয়ে তা ছারখার।
সভ্যতা জুড়ে, বয়ে বয়ে যায়, অথই ব্যথার তরঙ্গ;
খেলারাম খেলে, চেয়ে চেয়ে দেখে, অথর্ব জাতিসংঘ।
ওঁৎ পেতে থাকা, জমদূত আর, ভয়াতুর চোখ যন্ত্রণা;
এড়াতে পারেনি, বলেই আজও, ফিরেনি সুরঞ্জনা।
সভ্যতার এ, দুর্দশা দেখে, পৃথিবীর গায়ে একশডিগ্রি জ্বর;
তথাপি সুখের, স্বপ্ন দুচোখে, এঁকেই চলেছি নিরন্তর।
ধূসর চোখের, প্যাঁচার মতোন, বাতাসে উড়াই, বুক ভরা শোক;
তবুও আশার, আল্পনা আঁকি, পৃথিবীর জ্বর ভালো হোক।
১৬-০৮-২০২২