আমার ভীষণ ভালো লাগে গভীর রাতের
নান্দনিক নির্জনতা, নিসর্গের অদ্ভুত খেয়ালী খেলা
চোখের চৌহদ্দি ছেড়ে চলে যায় ঘুমের কুসুম
নক্ষত্রখচিত আকাশের দিকে চেয়ে ভাবনার
বুদ্বুদ ছড়াই নভোমণ্ডলের নীহারিকাপুঞ্জে
মায়াঘেরা ছায়াপথ ধরে হেঁটে হেঁটে চলে যাই সপ্তর্ষিমণ্ডলে
অলৌকিক আলোয় পাঠের চেষ্টা চলে জীবন নামের
জটিল গ্রন্থের। ঘুরে ঘুরে দেখি বিধাতার সাজানো বাগান।
আমার কাব্যবাগানে দৃষ্টি দিয়ে সৃষ্টির আনন্দ নিতে গিয়ে
চোখে পড়ে ভয়ানক কীটের সন্ত্রাস। জখমের জায়গায়-
রক্ত দেখি ঝরতে অনবরত। এ জীবনে জমে থাকা-
কালো মেঘ আরো বেশি ঘন হয়। ঝড়ের পাঁজরে-
কষাঘাত করে ভীষণ বিপদে সাহস যোগায় কতেক বান্ধব
মহান প্রভুর অসীম দয়ায়। ঘুরে দাঁড়াই দূরের
গন্তব্যের পথে। আর সেই সান্ত্বনায় বাতাসে ওড়াই-
ক্লান্তির কুয়াশা। চোখসরোবর ধুয়ে দেয় বেদনা ও বিষন্নতা।
২৫-০৯-২০২১