কপালে কুন্তল ওড়ে তার সুকোমল কিংশুক কপোল
দেখে দেখে
জাগে শিহরণ
কাঁপে তনুমন
অনুভবে অনুক্ষণ
হৃদসরোবরে কলকল করে ওঠে সুখদ হিন্দোল।
০২-০১-২০২০

(একুশশব্দে কবিতা-১)
দুইহাজার কুড়িতে ছিলো কুড়িশব্দে কবিতা। দুইহাজার একুশে শুরু করলাম একুশশব্দে কবিতা। প্রিয় কবিবন্ধুদের আশীর্বাদ কামনা করছি।)