প্রভাত আসুক ফুলের গন্ধে
দুপুর হাসুক রোদে
মিষ্টি বিকেল পরাগ মাখুক
সব মানুষের বোধে।

ইচ্ছে ভীষণ বাজুক শিরায়
আপন কারো সুর
সোহাগ শীতল বৃষ্টি ধারায়
ভাসাক অন্তপুর।

প্রাণ দহনের শব্দে থাকুক
কামুক আহবান
মন মন্দিরায় ঝংকৃত হোক
আপ্ত সুখের গান।

মনের মেঠো পথে ছড়াক
ঘাসফুলেরা হাসি
খুব করে চাই বলুক- শুধুই
তোমায় ভালোবাসি।
১৭-০৪-২০২৩