চলছে বেড়ে গোপনে অবিরাম
বুকের ভেতরে ‍ক্ষতের কঙ্কাল
সেই বেদনায় কৃষ্ণচূড়া বুঝি
হয়েছে এতটা লাল!

যতবার দেখি রঙধনু আকাশে
ততবার ভাবি আনমনে
মেঘের পরতে যত রঙ আঁকে
তার বেশি আঁকে মানুষের মনে।

মেঘের সিঁড়িতে অনিল আকাশও
বিস্ময়ে বিমূঢ় হয়
মানুষের মন কতটা চপল
বদলাতে লাগে না সময়।

মানুষের হাতে যতবার ভাঙে মন
ততবার অশ্রুর তন্তুতে বাঁধি
মোখার তাণ্ডব সয়ে যাই নিরবে
মানুষের লাগি ফের কাঁদি।
১৬-০৫-২০২৩