ভোরের আলো উজ্জ্বল দিন
চলেছে সন্ধ্যার দিকে
চোখের তারায় লালিত স্বপ্নরা
ক্রমশ বিলীন ও ফিকে!

আশার চারা হতাশার রঙে
সেজেছে বিদঘুটে
একাকী চড়ুই, ভীষণ একাকী
বাঁচার জন্য স্মৃতি খুঁটে!

সোনালি অতীত সত্তার ভীত
কেঁপে ওঠে থেকে থেকে
ব্যস্ত সবাই নিজেকে নিয়ে
এ সংসারে কে কার দহন দেখে!
০২-১০-২০২১