বয়ে যাচ্ছে সময়, ক্ষয়ে যাচ্ছে আয়ু
পরিবর্তন হচ্ছে, ভেতরের জলবায়ু।
মরুময়তার ছাপ, ত্বকে এবং নখে
যারা খুব বিশ্বাস করে, তারাই ভীষণ ঠকে।
নিঃশব্দে কম তো কাঁদিনি, কে কার রেখেছে খোঁজ
অশ্রুগুলো এভাবেই গোপনে, বাষ্প হয়ে যায় রোজ।
প্রয়োজনে অনেকেই খুব, পাশাপাশি হাঁটে
স্বার্থ ফুরালে সম্পর্কের সুতো, ইঁদুরের মতো কাটে।
কিছু কথা রেখে গেলাম আজ, মৌনতার খামে
ইচ্ছে হলে খুলে দেখো, যখন দুচোখে বৃষ্টি নামে।
নিজেকে দেখি জলে, প্রতিচ্ছবি ভেঙে দেয় ঢেউ
অন্যের বুকে ক্ষত করে, অক্ষত থাকে না কেউ।
১৪-০৯-২০২৪