এই যে মাথার ওপর
বিশাল আকাশ আছে
আকাশগঙ্গায় তারা আছে
চোখের চৌহদ্দি জুড়ে
অবারিত ফসলের মাঠ আছে
নদী আছে
নারী আছে
মাছ আছে
গাছ আছে
পাখি আছে
পাতা আছে
ফুল ও ফাল্গুন আছে
বন ও বসন্ত আছে
রোদ আছে
বোধ আছে
ফল আছে
জল আছে
গান আছে
ধান আছে
ভয় আছে
ক্ষয় আছে
জয় এবং জীবন আছে
মানুষ ও মৃত্যু আছে
সবকিছু থাকার মাঝেও
কেন জানি খুঁজি তোমাকেই।

উজ্জ্বল দুপুর যখন বিবর্ণ
বিকেলের কাছে চলে যায়
দিনের সূর্য যখন রাত্রির
গহবরে ঢুকে যায়
তখনও তোমাকে না দেখে
কেন জানি মনে হয়-
আমার জীবনে
কেউ নেই, কিছু নেই।
১৬-০২-২০২১