যেদিকে তাকাই যেখানেই যাই
দিনগুলো কেমন জানি রাত হয়ে যায়
রাতগুলো হয় আরো কালো- টের পাই
কোথাও কেউ ভালো নাই; ভালো নাই!
ভুল খেয়ালে দিনের নাভিতে খুঁজি
হারানো রাতের ওম
অনিয়মের নগ্ন নেশায় নিকোটিনের
ধোঁয়ায় মিশে, হাওয়া হয়ে যায় দুচোখের ঘুম।
শেলফে সাজানো কবিতার বইয়ে
দখলে দূষণে ধূলির দোর্দণ্ড বিস্তার
বিস্তর ব্যবধান তোমার আমার
হৃদয়ে জ্বালা আর জ্বালা কারো নাই নিস্তার!
নতুন খেয়ালে মনের দেয়ালে
যতই জ্বালি দেয়ালি বারবার
ধীরে ধীরে বাতাসের চিৎকারে
ফিরে ফিরে আসে কেবলই অথই অন্ধকার!
২৯-০১-২০২০