বসন্তের উতল হাওয়ায় যেদিন প্রথম
ভেঙেছিল তোমার শাড়ির ভাঁজ
দেখেছি সেদিন তোমার দেহের সুমধুর
সংগীতের কারুকাজ।
হেসেছিল ইন্দু, বিন্দু বিন্দু ঘাম জমেছিল
নাকের ডগায় যেন শীতের শিশির
আলিঙ্গনাবেগে কেঁপেছিল শরীর পাতার মতো তিরতির।
আমার পায়ের কাছে শুয়েছিল দুটি আলতা রাঙা পা
অঙ্গের ওপর পড়েছিল লাজহীন উলঙ্গ এক গা।
বুকের বাসনা পুঁতে দিয়েছি অধরে অপূর্ব অধর ছুঁয়ে
সেই থেকে ফুল হয়ে ফুটিছ আমার সুকুমার দেহভূঁ'য়ে।
তুমি রাখো নাই রাখো নাই কতকাল তার খোঁজ
সেই ফুলে তোমার নামে পূজারি আজও প্রতি প্রভাতে অঞ্জলি দেয় রোজ!
১৭-০১-২০২০