করোনাতঙ্কে বিশ্ব কাঁপে মন কাঁপে না পাপে
মহামারী, গজব এলো এ কার অভিশাপে!
স্রষ্টা বলেন আজাব-গজব মানুষের নিজ কামাই
দিই অবকাশ কিছু সময়, ধরলে রেহাই নাই।
করোনাতেও আছে শিক্ষা শোনো মানব জাতি
বাঁচতে হলে ছাড়তে হবে হারাম বেদাতি।
দেখো কেমন দুনিয়াতেই সব হয়ে যায় পর
বাঁচার জন্য করোনারোগী করে দেয় একঘর!
বিচার দিবস আরো কঠিন শোনো মানব জাতি
খোদার নিকট চাও করুণা কেঁদে দিবস-রাতি।
তওবা করে এসো সবাই বলি- ওগো দয়াময়
দুনিয়া আর আখেরাত মোর করো কল্যাণময়।
১৬-০৩-২০২০