কাকগুলো বাঁক বদলের ধান্দায় মশগুল-আর
আমাদের চিন্তার সড়ক থেমে গেছে ক্যাসিনোতে
মনের খোরাক এখন পাঁচতারা হোটেল; অথচ স্বপ্নের
ভেতর দৌড়াই বখতিয়ারের ঘোড়া!

রক্তাভাবে পাণ্ডুবর্ণ ধারণ করেছে মুণ্ডূক চোখের গণতন্ত্র
চ্যানেলে চ্যানেলে ঘুরে শিয়ালের সে অনার্য আঙ্গুর বাগান
বোধের এন্টেনা রোদের অভাবে অকার্যকর-সময়ের জং
খেয়ে ফেলেছে তড়িৎবাহী ইলেক্ট্রন!

দূর থেকে চাপছে কেউ নিউরনের রিমোট কন্ট্রোল
কাঁকগুলো বাঁক বদলের ধান্দায় মশগুল
সিগন্যাল পেতে দেরি; দেরি হয় না পাল্টাতে ভোল!
০৯-০৩-২০২০