জন্মমাত্রই করেছি পাঠ বিদ্রোহের কাব্য মুষ্টিবদ্ধ হাতে
মুক্তির মিছিলে শরীক হতে চেয়েছি বঙ্গবন্ধুর সাথে

ঠেলেছি অশক্ত পায়ে জমে থাকা জঞ্জাল যত
এখনও সুখের আশায় বুকে ঠেলি দুঃখ অবিরত
এখনও সুখের আশায় বুকে ঠেলি দুঃখ অবিরত...
২৭-১২-২০১৯