মিথুন খেলায় মত্ত যখন মর্ত্যের দুটি প্রাণি
লজ্জারাঙা টিকটিকিটাও ঘরের কোণায় চুপ
এমন ক্ষণে পূর্ণিমা চাঁদ জানলা গলে এসে
উপচে পড়া যৌবন জলে দিলো বেভুল ডুব

জলতরঙ্গের মুহূর্তটা হঠাৎ গেলো থেমে
বললো রেগে জ্বলে ওঠে, "লজ্জা তোমার নাই?"
ঝলমলে চোখ হাসি দিয়ে বলেই বসলো চাঁদ
"রূপের ঝলক শরীর নিয়ে কোথায় বলো যাই?

সাগরও তো দুলে ওঠে আমার আকর্ষণে
তোমরা কেন থামিয়ে দিলে মোহন রমন খেলা
বিশুদ্ধ হও জোছনা জলে নেয়ে মনে মনে
ফুলের পরাগ মেখে বাসর সাজাই রাতের বেলা।"
২৫-০১-২০২১