ট্রায়োলেট

...........................।।

ফাগুন রাতের জোছনা জলে গা ভিজিয়ে সুখে
অষ্টাদশীর রাত কেটে যায় প্রাণ বঁধুয়ার সাথে
উতল হাওয়ায় মাতাল হয়ে রঙ মেখেছে চোখে
ফাগুন রাতের জোছনা জলে গা ভিজিয়ে সুখে
শুনবে না আজ কোনো বাধা যে যা বলুক লোকে
হারিয়ে যাবে প্রেমকাননে হাত রেখে তার হাতে
ফাগুন রাতের জোছনা জলে গা ভিজিয়ে সুখে
অষ্টাদশীর রাত কেটে যায় প্রাণ বঁধুয়ার সাথে।
১৮-০২-২০২২