(একুশ শব্দের আবর্তনে অক্ষরবৃত্তে রচিত)

যদি মনে হয় নেই কোনো ঋণ
নেই কোনো দায় কানাকড়ি
তবে যে কোনো সময়
জানাতে পারো বিদায়।
হৃদয়ের কপাট রেখেছি খুলে।

যদি ফের দেখা হয় কোনোদিন
যদি ফিরে আসো পথ ভুলে
চারুচন্দন ভালোবাসার
শুকনো মালা রাখবো সযতনে
ইচ্ছে হলে নিতে পারো তুলে।

ইচ্ছার বিপরীতে হয় না ভালোবাসা
বঞ্চিত হৃদয় তুলো না প্রবঞ্চনার শূলে
স্মৃতির তিতির ডাকে, জড়তায়
ফেরাতে জীবন
জল ঢালো চেতনার মূলে।
০৬-০৩-২০২১