বাংলাদেশ, পলল ভূমিতে আমার সাহারা বাস।
বেরহম যৌনতা এবং বেশুমার দুর্নীতির অসহ্য উত্তাপ
হাশর দিনের মগজগলা ফুটন্ত লাভাস্রোত ঘিরে
ফেলে চৈতন্যের শহর আমার। কালো পিচ লাল হয়
শিশু, বৃদ্ধা, যুবতির উরুগলা খুনে। ক্ষুধার আগুন
পেটের উনুনে। পাখা মেলে টাকা ওড়ে হয়
আচানক দেশান্তরি। সবখানে ছল।
মেঘের আস্তর ভেঙে পড়ে না বৃষ্টির জল।

আমি চাই চাতক পাখিন মতোন পরিশ্রুত বৃষ্টির ধারা,
শীতল সাহারা, ধূলিহীন মাঠ, নর্দমা পরিষ্কারক
জলের বিধ্বংসী ঢেউ।
প্লাস্টিক বোতল, চিপসের প্যাকেটের মতো ভেসে যাক
পথের কিংবা পালিত কুকুর, কুকুরের বিশ্বস্ত মনিব,
মনিবের যান এবং তার পাপাশ্রিত জীবন।
আর আমি শালিকের চঞ্চলতায় চঞ্চু ডুবিয়ে
করি কাদাজল মাখামাখি শীতল অবগাহন।

অতঃপর মন ভিজিয়ে হেরা গলায় গাই-
আমার সকল দহন জ্বলন যাক চলে যাক দূরে
বৃষ্টি আসুক পাথর গলা বৃষ্টি
স্বদেশভূমি মন্দ্রিত হোক জলনূপুরের সুরে।
০৮-০২-২০২১