আমাদের চিন্তার প্রতিটি কোষে ঢুকে পড়েছে পাপ ও
পঙ্কিলতার নিগূঢ় অন্ধকার
নর্দমার জলে ডুবে যাওয়া ছাড়া আর কোনো গত্যন্তর নেই!
এসো পঁচে যাওয়ার আগে একে অপরকে খুলে দেখি
কার শরীরে কতটা ক্ষত, কতটুকু পুরো ঘৃণার আস্তর
অথবা প্রেম ও অপ্রেমের অনুজ্জ্বল রেখাগুলো
খুঁটে খুঁটে খুঁজি চুম্বনের ঘ্রাণ।
এসো বুকের ভেতর পোড়া ধানক্ষেত থেকে খই খুঁটে করি ক্ষুন্নিবৃত্তি
প্রতিরোধের দেয়ালে অসার আঙ্গুল, ঠেকাতে পারবে না
খোদার সৈনিক-করোনা কিংবা ঐশী আবাবিল!
এসো ক্ষয়ে যাওয়ার আগে, নিশ্চিহ্ন হওয়ার আগে
প্রায়শ্চিত্ত করে যতটা পারি কমিয়ে যাই পাপ
এসো প্রান্তরের সবুজে ছড়িয়ে দিই জীবনের অনার্য উত্তাপ
ছাই থেকে যদি আবার জন্ম নেয় ফিনিক্স পাখি
যদি নতুন করে মাটিতে পড়ে জীবনের জলছাপ।
০৯-০৪-২০২০