দুঃসময়ে প্রশ্ন করি নিজেকে নিজেই। অন্তহীন অন্ধকারে
কে দেবে আলোর সন্ধান; সঠিক পথের ঠিকানা?

সামান্য ভুলের কারণে বয়ে বেড়াতে হয়
দুঃখের পাহাড়।
আমাদের মগজ ধরেছে ঠেসে বিভ্রান্ত ধারণা
ভুল বিশ্বাস খেয়েছে আমাদের চেতনার কোষ।

মৌনতাই শান্তির সোপান ভেবে নিরব থেকেছি
সর্বস্ব হারিয়ে, নিষ্পেষিত হয়ে ভয়াল চোখের থেকে
নামিয়ে নিয়েছি চোখ বিনা প্রতিবাদে।

সময় এসেছে, ধর্ম এবং দ্বেষের বিশক্ত দেয়াল
পাশে রেখে
বিভাজন রেখা মুছে দিয়ে জলের মতো
মিশে যাওয়া
প্রসারিত চিত্তে একে অন্যের নাগালে আসা।
অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচার দুর্নীতির বিরুদ্ধে এখন একতা
সময়ের সবচেয়ে বড় দাবী।

বাঙালি বীরের জাতি। বিজয়ের বক্ষ প্রসারিত
গৌরবের অধিকারী।
আমাদের মহান বিজয়, আমাদের স্বাধীনতা
পারি না রাখতে ধারালো ছুরির নিচে।
আমরা চাই না আবার রোপিত হোক বিভক্তির
বিষাক্ত বীজ বাংলার উর্বর পলিতে।

হিমালয় জয়ের সাহস, উত্তাল উদধি পাড়ি দেয়ার সাহস
আমাদের আছে। আমরা পেরেছি। আমরা পারি এবং আমরা পারবো।
বিলম্বিত ভোর দেখে ভয় পাওয়ার কিছুই নেই। কেননা-
আমাদের জানা আছে, অমারাত যতই সুদীর্ঘ হোক
ভোর আসবেই, সূর্য ওঠবেই।

আমাদের চোখ আগামীর দিকে। জয়ের বন্দরে
যেতেই হবে যে কোনো মূল্যে। অন্ধকার
যতই নিবিড় আর ঘন হোক, আমাদের আছে সোনালি অতীত।
ইতিহাসের প্রোজ্জ্বল আভা আমাদের পথ দেখাবে সত্যের, সুন্দরের
এবং বিপ্লুত সাফল্যের।

কেবল সাহস করে আবার ওঠতে হবে জেগে
অতল ঘুমের ভেতর থেকে স্বপ্নঘোর ভয়ের পাচিল ভেঙে।
যে তর্জনি একবার দেখিয়েছে পথ
সেই তর্জনির উত্তরাধিকারী এখনও আছে আমাদের মাঝে।
প্রয়োজন কেবল দুর্জন আর দুর্নীতির অশক্ত গর্দান চেপে ধরা।
২৩-০২-২০২১