তোমার মধ্যে যে নদী, তার জল অনর্গল আমাকে একান্তে-
ছুঁয়ে ছুঁয়ে যায়। আর বিপুল উচ্ছ্বাসে
প্রজাপতির ওষ্ঠের -
পরশে পুষ্পের শিহরি শিহরি ওঠে
সুধা ছড়ানোর মতো,
বর্ণনাতীত মৈথুনজাত সুখের আবেশ আমার মধ্যে  ছড়ায়।
বসন্তের অনিদ্র কোকিল ডেকে ওঠে মনের উদ্যানে
পলাতক স্বপ্নরা সদলে জেগে ওঠে সরসিজ উপমায়।
আমিও জলের স্পর্শে গলে গলে তোমাতেই মিশে-
যেতে থাকি মোমের মানুষ ওমের আবর্তে উষ্ণীষ ভালোবাসায়।
১৬-০১-২০২২