এখন করোনাকাল
একাকীত্বের আঁধারে গৃহবন্দি জীবন!
জীবনের প্রয়োজনে জীবন যেতে চায় আরেক জীবনের কাছে
জীবনকে তাই তুলে দিলাম ধূসর বিকেলের হাতে
সোনালি আলোয় মোড়া না ফেরা সৌখিন
সকালের জন্য নেই কোনো অনুতাপ!
হৃদয়কে বোঝেনি যে পাষাণ হৃদয়
পাঁজরে পুষে করবো না আর সময়ের অপচয়
রাত্রি হতে যেটুকু সময় বাকি, সেটুকু সময়ই হোক প্রগাঢ় আনন্দময়!
২৮-০৩-২০২০