একাত্তরের সাতই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ
কাঁপিয়ে দিলো পাক শাসকের পোক্ত রাজাসন।
বুঝতে পেরে শেষ হয়েছে দুঃশাসনের দিন
পঁচিশ মার্চে শেখ মুজিবকে করে অন্তরীণ।
আটকের পর নিয়ে গেলো পশ্চিম পাকিস্তানে
অগ্নিবারুদ ওঠলো জ্বলে বাঙালিদের প্রাণে।
স্বাধীনতার দাবীর সাথে মুজিবমুক্তি চায়
কৃষক মজুর আমজনতা মুক্তিযুদ্ধে যায়।
নয় মাস যুদ্ধে তিরিশ লক্ষ তাজা প্রাণের ক্ষয়ে
একাত্তরের ডিসেম্বরে আনলো বিজয় বয়ে।
স্বাধীনতার মহানায়ক বিজয়ী বীর বেশে
অবশেষে ফিরে আসেন স্বাধীন বাংলাদেশে।
বায়াত্তারের জানুয়ারি স্বর্গ লাভের দিন
দশ তারিখে বেজে ওঠে সুখের ভায়োলিন।
বিমান হতে নেমেই হাতে তুলে নিলেন মাটি
কপাল ছুঁয়ে চুমু খেলেন স্নেহে পরিপাটি।
বাড়ির কথা ভুলে আগে রেসকোর্সে আসেন
জনগণের ভালোবাসায় চোখের জলে ভাসেন।
পোড়া মাটি সবুজ করার দিলেন উদার ডাক
সাহসে তার বিশ্ববাসী সবাই হতবাক।
জয় বাংলা জয় ধ্বনি ছিলো মহাবিস্ফোরণ
দেশের জন্য লড়ে গেছেন মুজিব আমরণ।
১০-০১-২০২১