যেসব সন্তান দেয় না মাকে আপন ঘরে ঠাঁই
তাদের মতো দুর্ভাগা আর এ জগতে নাই!
যারা তাদের মা-বাবাকে ভাবে ঘাড়ের বোঝা
জাহান্নামের রাস্তা তাদের তৈরি আছে সোজা।
বিয়ের পরে বাবা-মাকে ভাবে যারা পর
বানায় তারা ঘরের ভেতর জাহান্নামের ঘর।
ভাবে যারা বাবা-মা নয়, স্ত্রী আপন অতি
তাদের ভাগ্যে লিখা আছে করুণ পরিণতি!
আল-কুরআনে সৃষ্টিকর্তা করেছেন বারণ
বাবা-মায়ের সামনে করা উহু উচ্চারণ।
তাদের মনে কষ্ট দিলে স্রষ্টা কষ্ট পান
বাবা-মাকে করলে খুশি, খুশি দয়াবান।
বাবা-মা তো এ জগতে রবের শ্রেষ্ঠ দান
তারা ইহ এবং পরকালে জান্নাতের বাগান।
পর ভেবো না বাবা-মাকে, করো এহেসান
তোমার প্রতি সদয় হবেন আল্লাহ মেহেরবান।
আছো যত ক্ষেত্রমতো বলো ভ্রাতা-ভগিনিরা
‘রাব্বির হামহু মা কামা রাব্বা ইয়ানি ছগিরা’।
০৬-০২-২০২০