ইচ্ছে হলেই যায় না যাওয়া দূরে
ইচ্ছে হলেই যায় না তারে ভোলা
নিজের হাতে যত্ন করে শখে
যার দেরাজে হৃদয় আছে তোলা।
ইচ্ছে হলেই যায় না ভেঙে ফেলা
দুইটি হৃদয় যুক্ত করার সাঁকো
জামদানি প্রেম যায় না টেনে খোলা
সোহাগ সুতায় বুনলে মনের মাকু।
এক জনমে যায় না হওয়া পার
প্রীতির রঙা স্মৃতির শহর হেঁটে
নিঃসঙ্গতার গল্প কিছু চুপে
আর্দ্র চোখে ঘুমায় বুক পকেটে।
কজনে আর রাতের কান্না দেখে
সবাই দেখে শিশির ঘাসের বুকে
অহংকারের পর্দা যদি ঝুলে হৃদয় দ্বারে
কেউ দেখে না পাথর হলে শোকে।
নির্জনতার রুদ্র প্রহর তাড়িয়ে দিয়ে দূরে
উড়াল চুমুর শব্দ এবং গানের কলি শুনি
আপন মনে তার লাগি রাতদিন
জটিল নকশার জামদানী প্রেম বুনি।
০২-০৭-২০২২