দুরন্ত দাপটে দাবড়ে বেড়ায় ইবলিশের পাগলা ঘোড়া
জলে ও যতনে ফলানো অন্যের ফসল লুণ্ঠন করে
গায়ের জোরে মালিক সাজে মীর জাফর-ঘসেটি বেগম ওরা।

অপরের সন্তান অপহরণ করে যারা সাজে রেডিমেট বাপ
সামনে সম্মান, পেছনে ষড়যন্ত্র লাত, মান্যাত, মোনাফেক
কৃতিত্বের দাবীদার এইসব পিশাচের প্রতি ঘৃণা আর অভিশাপ!

গলতে করেছে শুরু তোদের মস্তকের দুর্গন্ধময় পুঁজ
মুখে সুবচন, অন্তরে পচন, মাংসাসী শুকুনের ভোজ
শেষ হবে যেদিন ভাবিস কি সেদিন কে নেবে তোদের খোঁজ?

দৌড়া দৌড়া ইবলিসের ঘোড়া পাড়ি দে বসন্তের দিনগুলি
খাজনার দিন কাঁদিসনে ধান খেয়ে গেছে সুচতুর বুলবুলি।
১৮-০২-২০২০