(একুশ শব্দের আবর্তনে স্বরবৃত্তে রচিত)
তোমার জন্য দিঘি হবো, নদী হবো
হবো চোখের অতলান্তিক জল
আপন হাতে ধুয়ে দেবো
দুঃখস্রোতে মিশে থাকা
অনাদরে আঁকাবাঁকা বেদনার কাজল।
তোমার জন্য পাতা হবো, ছাতা হবো
ছায়া দেবো রোদ্দুরে ঝলমল
বৃষ্টি হবো সৃষ্টির উল্লাসে
দহন ধূসর হৃদাবাসে সজিবতার বারি
ঢালবো অনর্গল।
হারিয়ে গেলে হৃদয় রাডার করবো চালু
আনবো খুঁজে সংকেত ধ্বনি শুনে
ব্যর্থ হলে ব্যথার অশ্রু রাখার
ট্যাংক বানাবো অন্ধ চোখের কোণে।
০৪-০৩-২০২১