মস্তিষ্কে আতঙ্কের ফিসফিস শুনে যতই আকাশ ঝাড়ু দাও
তারাশূন্য আকাশ পাবে না কোনোদিন।
তর্জনি কেটে কেবল রক্তই ঝরাতে পারবে
বুকের ভেতরে প্রতিবাদের যে ঝড় তা
কী দিয়ে থামাবে?
ঝিনুকের তৃষ্ণায় জলশূন্য হয় না সমুদ্র;
মেঘের সব গর্জনে বর্ষণও হয় না।
ছায়া কাটার ভয় যে দেখায় সে নিপাট অর্বাচীন।
ধানমন্ডি থেকে টুঙ্গিপাড়া
রক্তের দিগন্ত বিস্তৃত আভায় প্রতিনিয়ত
প্রতিভাত হয় নিজের প্রতিবিম্ব।
মৃত্যুতে আত্মা বিনষ্ট হয় না বলেই হয়তো তার ভরে
আজো জবানে হঠাৎ জারি হয়-'জয় বাংলা'।
১৮-০৮-২০২৩