পঞ্চাশ ছুঁই ছুঁই জীবনে
প্রথম এবং দীর্ঘতম কোয়ারান্টাইন
গা সওয়া হয়ে গেছে একাকীত্বের যন্ত্রণা
বুকের প্রাচীর থেকে খসে যাচ্ছে নিঃসঙ্গ প্রেমের পলেস্তারা
নিরব অশ্রুপাতের অচেনা ভাষায় কেটে যাচ্ছে সঙ্গিন সময়
অপলক চেয়ে থাকি আঙ্গুলে আঙ্গুল সেলাই করে হাঁটা পথের দিকে
সটান দাঁড়িয়ে থাকা ধূলিমাখা বৃক্ষের বুকে
বৈশাখী বৃষ্টির সজীবতা
এমন সজীব হবে কী আবার তোমার আমার প্রেম
পারবো কি পাড়ি দিতে করোনাক্রান্ত কষ্টের দিন
হবে কি জীবন আবার পুষ্পগন্ধা রঙধনু রঙিন?
২৭-০৪-২০২০