আদার জাহাজ গাধা চালায়
খবর এলো পেপারে
বিচলিত হই না মোটেই
এমন আজব ব্যাপারে।

চলছে খেলা এমন আজব
আমার দেশের মাটিতে
আরশোলা উই উদ্যত হয়
সংবিধানটা কাটিতে।

হাসির খোরাক খাসি যোগায়
মাসি দেখে তাম্শা
লজ্জা পেয়ে আমজনতা
চোখে বাঁধে গামছা।
২০-১১-২০২১