দিগন্ত বিস্তৃত জলরাশি চোখে নিয়ে
খুঁজে বেড়াই সুখের বৃন্দাবন।
ভাসমান কচুরিপানায় বেঁধেছি জীবন।
তরঙ্গের চূড়ায় আসন নেয়া হাওয়ার
বাহন সমুখে ধাবমান।
বেদনার ঘূর্ণিস্রোত কতদূর টেনে নিবে জানা নেই।
হেলেঞ্চার ঝোপে সামান্য বিরতি। তারপর...
তারপর শীত এলেই উগড়ে দেবে জলের উদর।
জানি, হাওয়া থেমে গেলে মৃত্তিকার
গভীরে হবে শেষ আশ্রয়।
হাওয়া থাকতে থাকতে জল ও
জমিন ছুঁয়ে ভাসতে পারাটাই পরম পাওয়া।
জীবন ঘিরে ধরেছে মেঘভার অন্ধকার আকাশের ছায়া
জলের বদলে জোছনার প্রপাত দেখার
আশা দুরাশার নামান্তর।
০৩-০৭-২০২৩