যখন অভাব হানা দেয় ঘর-গৃহস্থালী জুড়ে
কঙ্কাল পকেট বুকের পাঁজড়ে চুমু খায়;
তখন অজান্তে মুঠোফোনে ভালোবাসা-
জানানো অক্ষরগুলো ফুরফুর করে উড়ে যায়।
রঙহীন সাদা স্ক্রিন আলো ফেলে চোখে
কী করে বোঝাই তখন কতটা-
ব্যথার তরঙ্গ বয়ে যায় ভাষাহীন - আশাহত বুকে!
ভালোবাসার মোড়কে যৌনতা বিকোয়
চড়া দামে - শীতাতপ নিয়ন্ত্রিত হোটেলে ও বারে
শুকানো ঘামের লবণের মতো হা-অন্নের প্রেম
জমে থাকে তার ছেঁড়া জামায় এবং ঘাড়ে।
২৭-০৩-২০২২