শীত সকালে গিন্নি বলে চায়ের কেটলি হাতে
ফ্রেশ হয়ে নাও, ভোরের আলোয় হাঁটতে যাবে সাথে।
চায়ের সাথে চুমুর কণা মিশিয়ে চুমুক দিই
রূপের কিরণ চোখে মেখে ওমকে শুষে নিই।
ওঠোন জুড়ে নির্জনতা আর জাগেনি কেউ
মাঠের পানে চেয়ে দেখি হলুদ জলের ঢেউ।
দৃষ্টিসীমার শেষ অবধি সর্ষে ফুলের মেলা
মন জুড়ালো বাংলা মায়ের মোহন রূপের খেলা!
শিশির কণা পা ধুইয়ে দেয় পুষ্প পরাগ মাখে
আলোর নাচন পাতায় পাতায় পথের বাঁকে বাঁকে।
প্রজাপতির রঙিন ডানা, ঘুঘুর উদাস ডাকে
বিভোর হয়ে দেখি আমার প্রাণের বাংলা মাকে।
০৮-০১-২০২১