১
করোনা ভাইরাস
পৃথিবীকে বানালো
শবাধার শ্মশান!
২
করোনা ভাইরাস
পৃথিবীকে শেখালো
মানুষ অসহায়!
৩
করোনা করলো
পৃথিবীর সব পথ বন্ধ
গোরের পথ খোলা!
৪
করোনা ভীতি
সামাজিক দূরত্বে
একাকী মৃত্যু!
৫
করোনার ভয়ে
অন্য রোগের সেবা নেই
জাতি লজ্জিত!
৬
ধন্য করোনা
শেখালে এ জগতে
কেউ কারো না!
৩১-০৩-২০২০