একুশ আমার স্বকীয়তা শক্ত মনোবল
একুশ ভাইয়ের রক্তমাখা পদ্ম শতদল।
একুশ হলো দোয়েল শ্যামার মিষ্টি মধুর গান
একুশ যে এক উদাস বাউল একতারাতে টান।
একুশ হলো সেই সে বাড়ি রক্তপ্লাবন ঘর
বাংলা ভাষার অনড় দাবী অনশনের পর।
স্বাধীনতার প্রথম সোপান একুশ আলোর ভোর
ভাষার মন্ত্রে উজ্জীবিত একুশ মুজিবুর।
রফিক সালাম বরকত জব্বার একুশ শফিউর
প্রাণ খুলে মা ডাকার ভাষা শোনতে সুমধুর।
একুশ আমার ছেলে হারা মায়ের বুকে জ্বালা
একুশ আমার রক্তে কেনা শোভন বর্ণমালা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশ আজ
বাঙালিদের গৌরবোজ্জ্বল মাথার সোনার তাজ।
জাতিসত্তার ভিত্তিতে এক একুশ স্বাধীন দেশ
ভাষাশহিদ ভাইবোনেদের শ্রদ্ধা অনিঃশেষ।
একুশ মানে ছেলে হারা বাংলা মায়ের শোক
ভুলতে এ শোক বাংলা ভাষার শুদ্ধ চর্চা হোক।
২১-০২-২০২১