একবার মরে গেলে মানুষ ফিরে না পৃথিবীতে আর।
তোমাকে দেখার সাধ মিটে না বলেই ইচ্ছে,  ফিরে আসি
মরার পরেও পুনর্বার। তোমার ভ্রমর কালো
ছলোছলো গাঢ় ও গভীর দুটি চোখে ডুবে-
থাকার অনন্ত ইচ্ছেরা মরে না বলেই এমন
অদ্ভুত আকাঙ্ক্ষা। বিশ্বাস হবে না জানি। তবুও তোমার
ওই কাজল চোখের কসম; ওই হিজাবের অন্তরালে
দুরুদুরু কম্পিত হৃদকমলের কসম; যদি বিধাতা বরাদ্দ
দেন স্বর্গ; তবু চেয়ে নেবো তাঁর কাছে বিনিময়ে একবার-
স্বর্গদ্বার বদলে আমাকে দাও তার মায়ামৃগ চোখে
ডুবে থাকার নিঃশর্ত অধিকার। ওই প্রিয় চোখ-
দেখিবার না পেলে স্বর্গের সুখও যে মিছে হয়ে যাবে।
০৫-১১-২০২১