চায়ের কাপে ঠোঁট লাগিয়ে ক্লান্তি নাশের মতো
তোমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে সুখ খুঁজেছি কত
চলার পথে জনারণ্য হাজার রকম মুখ
পাইনি চেয়ে কারো পানে তোমার মতো সুখ।
দেহ-মনে হৃদয় কোণে তোমার কোমল ছোঁয়া
আজো সুবাস ছড়ায় যেন মোহন আগর ধোঁয়া
স্মৃতির ড্রয়ার ভরে আছে প্রীতির চরমপত্রে
চোখের জলের চিহ্ন আঁকা লেখার প্রতি ছত্রে।
করপুটে লেগে আছে কপোল এবং চুল
হয়নি জানা কী ছিলো মোর ক্ষমাতীত সে ভুল
তোমার চলে যাওয়ার ব্যথা হৃদয়ে না সয়
তাই তো ব্যস্ত প্রাণ পাখিটা ছাড়তে লোকালয়।
কীটদষ্ট এ হৃদ কমলে দুঃখের পাথর ভার
ব্যথার ঊর্মি ভাঙছে নিত্য মন যমুনার পাড়
দীর্ঘদিনের অনভ্যাসে স্বপ্নদের আজ ছুটি
প্রেমহীনতায় কাটছে জীবন একলা গুটিশুটি।
৩০-০১-২০২২